নুরকে চড়-কিল-ঘুষি থেরাপি

দৈনিক প্রথম আলো প্রতিবেদনঃ বীর বীর-ই,বীরের তুলনা অন্যের সাথে হয় না। ভারতীয় সেবাদাসী খুনী হাসিনা যাদের ভয়ে পালিয়ে গেছে তারা যেমন ছিল রাজপথে তেমনি এখনো হাসপাতালের শয্যায় থাকলেও সেই অদম্য্ সাহসী বীর। তারই প্রতিফলন দেখা গেছে শাহবাগের পিজি হাস্পাতালে। চিকিৎসা নিতে যাওয়া সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং খুনী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের ওপর হামলা হয়েছে। হাসপাতালে তাদের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা তাদের এলোপাতাড়ি চড় থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে পিজি হাস্পাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাস্পাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলন, আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে গুরুতর আহত হননি, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ জানান, ‘দুপুরে আসাদুজ্জামান নূর এবং এইচ টি ইমামের ছেলে থেরাপি নেয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন। এ সময় শুনেছি শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক-কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।