হাসিনার বিরুদ্বে বি ডি আর-সেনা অফিসার হত্যা মামলা


দৈনিক প্রথম আলো রিপোর্ট।। পলাতক পতিত স্বৈরসাশক হাসিনার বিরুদ্বে সেনা অফিসার হত্যা মামলা দায়েরে কি কারনে দেরী হচ্ছে?   এটা জাতির প্রশ্ন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, তাপস, ইনু সহ জড়িত সকলের বিরুদ্ধে সরকারীভাবে মামলা দায়ের করার দাবী যে কোন সময় বিক্ষোভে রুপ নিতে পারে। শুধু সরকার নয় নিহতদের পরিবারের পক্ষ থেকেও এককভাবে মামলা করতে পারেন ।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় তথাকথিত বিদ্রোহের জের ধরে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। সেদিন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিডিআর বিদ্রোহ প্রতিরোধে ব্যর্থ হয়েছেন এবং উক্ত ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া যথাযথভাবে পরিচালিত হতে দেয়নি। বিদ্রোহ প্রতিরোধে সরকারের নিশ্চূপতা, অবহেলা ও ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যার পরিনতিতে ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।