২০২২ সালে ব্রাজিলে নির্বাচনে হেরে গেছেন ডানপন্থী জইর বলসোনারো। স্লোভেনিয়ায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে ইয়ানেস জ্যানকে। ফিলিপাইনে সংবিধান অনুসারে, একবারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না। ফলে দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে আর ক্ষমতায় ফিরতে পারছেন না। অন্যদিকে শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন গোতাবায়া রাজাপক্ষে।
টনি ব্লেয়ার ইনস্টিটিউট বলছে, ২০২৩ সালের শুরুতে ১৭০ কোটি মানুষ এমন রক্ষণশীল নেতাদের শাসনে আছেন। ২০২০ সালের শুরুতে ২৫০ কোটি মানুষ এমন নেতাদের শাসনে ছিলেন। এখানে ডানপন্থী ও বামপন্থীদের মধ্যে কারা লোকরঞ্জনবাদী, তার একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। এতে বলা হয়েছে, দুই পক্ষের লোকরঞ্জনবাদী নেতারা দুটি দাবি করে থাকেন। একটি হচ্ছে, ‘সত্যিকারের দেশপ্রেমীদের’ সঙ্গে ‘অভিবাসীদের’ সব সময় একটি নৈতিক লড়াই রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে, ‘সত্যিকারের দেশপ্রেমীদের’ ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়।
লাতিন আমেরিকায় লোকরঞ্জনবাদীরা বেশ দুর্বল হয়ে পড়ছেন, বিশেষ করে ব্রাজিলে বলসোনারোর ক্ষমতা হারানোর পর এটা আরও বেশি স্পস্ট হয়ে উঠেছে। একই সঙ্গে উদার বামপন্থীরা এগিয়ে গেছেন। তাঁরা লোকরঞ্জনবাদী নেতাদের বাগাড়ম্বর খারিজ করে দিয়েছেন। লোকরঞ্জনবাদী বামপন্থীরা শিল্পায়নের জাতীয়করণের যে পথে হেঁটেছিলেন, তা থেকে বেরিয়ে এখন আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছেন তাঁরা।
টনি ব্লেয়ার ইনস্টিটিউট বলছে, দেশে দেশে লোকরঞ্জনবাদবিরোধী প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের এটা নিশ্চিত করতে হবে, তারা এখন লোকরঞ্জনবাদ মোকাবিলায় ভিন্ন পথ বেছে নিয়েছে। বিশেষ করে ক্ষমতায় থাকাকালে প্রধান রাজনৈতিক দলগুলো যে পথে হাঁটবে, ক্ষমতা ছাড়ার পর সে পথ আলাদা হতে হবে।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতিষ্ঠিত টনি ব্লেয়ার ইনস্টিটিউটের ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনে যেসব প্রার্থীকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন দিয়েছিলেন, তাঁদের অনেকে হেরে গেছেন। মধ্যপন্থীদের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে তাঁরা খুব ভালো করতে পারেননি।
প্রতিবেদনে বলা হয়, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় প্রাথমিক বাছাইয়ে মধ্যপন্থী রিপাবলিকানদের কাছে হেরেছেন ট্রাম্প–সমর্থিত প্রার্থীরা। এরপর নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে অধিকাংশ ট্রাম্প–সমর্থিত প্রার্থী হেরেছেন। এতে রিপাবলিকান দলের সিনেটে আসন কমেছে এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর পদও হাতছাড়া হয়েছে দলটির। সবচেয়ে বড় কথা, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় স্থানীয় পর্যায়ে যারা নির্বাচনী প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকেন, সেসব পদে রিপাবলিকান পার্টির প্রার্থী হেরেছে।
২০২০ সালের নির্বাচনের ফল বদলে দেওয়ার ট্রাম্পের চেষ্টা ঠেকিয়ে দিয়েছিল কংগ্রেস। একই সঙ্গে ২০২২ সালে ভোটাররা ট্রাম্পপন্থীদের প্রত্যাখ্যান করেছে। তবে এর সঙ্গে সতর্কবার্তাও রয়েছে। টনি ব্লেয়ার ইনস্টিটিউটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গণতন্ত্রে ‘ট্রাম্পবাদীদের প্রত্যাখ্যানের’ অর্থ এই নয় যে সাংস্কৃতিক লোকরঞ্জনবাদ বছরের পর বছর হারতে থাকবে।
টনি ব্লেয়ার ইনস্টিটিউটের ওই প্রতিবেদনে লোকরঞ্জনবাদ বা জনতুষ্টিবাদকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাংস্কৃতিক লোকরঞ্জনবাদ। এর মধ্যে ডানপন্থীদের সনাতনী জাতীয়তাবাদী ভাবধারা রয়েছে। আরেকটি হচ্ছে আর্থসামাজিক লোকরঞ্জনবাদ। এটি মূলত বামপন্থীদের ভাবধারা। তৃতীয়টি হচ্ছে, প্রথাবিরোধী লোকরঞ্জনবাদ। সমাজের অভিজাত শ্রেণির বিরোধিতা এর মাধ্যমে উঠে আসে।
যুক্তরাষ্ট্রের রাজনীতি সাংস্কৃতিক লোকরঞ্জনবাদে ব্যাপকভাবে প্রভাবিত। ট্রাম্প–সমর্থিত প্রার্থীদের হার কিংবা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রার্থী হওয়া নিয়ে দোলাচলের পরও যুক্তরাষ্ট্রের রাজনীতি সাংস্কৃতিক লোকরঞ্জনবাদে ব্যাপকভাবে প্রভাবিত। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যদি হেরেও যান, রিপাবলিকান পার্টির মধ্যে সাংস্কৃতিক লোকরঞ্জনবাদ বেশ জোরালোভাবেই থেকে যাবে।
তবে এটাও সত্য, লোকরঞ্জনবাদী সরকারকে একটি কার্যকর সরকার হয়ে উঠতে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে। বিশেষ করে এসব সরকারকে করোনাভাইরাসের মহামারির মতো জটিল ইস্যু সামাল দিতে হয়েছে। এ জন্য টনি ব্লেয়ার ইনস্টিটিউট ব্রাজিল, ফিলিপাইন, স্লোভেনিয়া ও শ্রীলঙ্কা সরকারকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। তবে এসব সরকারের পরাজয়ের পরও অবশ্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশে দেশে লোকরঞ্জনবাদীরা পরাজিত হচ্ছেন, এমনটা বলার সময় এখনো আসেনি। কারণ, ২০২২ সালেও ইতালি, ইসরায়েল ও সুইডেনে লোকরঞ্জনবাদী নেতারা ক্ষমতায় এসেছেন। এ ছাড়া ফ্রান্সে ২০২২ সালের নির্বাচনে কট্টর ডানপন্থী মেরিন লঁ পেনের দল ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে ভালো করেছে।
যুক্তরাজ্যের কনজারভেটিভ দল দেশটির লোকরঞ্জনবাদী ডানপন্থী দল রিফর্ম ইউকের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ২০১৯ সালে দলটি কনজারভেটিভ দলের প্রার্থীদের বিরুদ্ধে ৩১৭টি আসনে প্রার্থী দেয়নি। তবে রিফর্ম ইউকে এবার ঘোষণা দিয়েছে, তারা সব দলের সব প্রার্থীর বিরুদ্ধে লড়বে। রিচার্ড টিসের এই দলের জনসমর্থনের হার মোটে ৮ শতাংশ। মূলত কনজারভেটিভ পার্টির প্রতি অসন্তুষ্টি থেকে ভোটাররা এখন রিফর্ম ইউকে দলকে ভোট দেন। হয়তো রিফর্ম ইউকে কোনো আসনে জয়ী হবে না। রিফর্ম ইউকে দল যদি এবারের নির্বাচনে সব আসনে প্রার্থী দেয় এবং তাতে ডানপন্থী লোকরঞ্জনবাদী রাজনৈতিক দল ব্রেক্সিট পার্টি ভালো করে, তবে সেটিও হবে তাদের জন্য সফলতা।
টনি ব্লেয়ার ইনস্টিটিউট আহ্বান জানিয়ে বলছে, লোকরঞ্জনবাদী নেতাদের গুরুত্বপূর্ণ কিছু ইস্যু থাকে। এই ইস্যুগুলো প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কম গুরুত্ব দিয়ে থাকে। শুধু লোকরঞ্জনবাদী নেতাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালালেই হবে না, প্রধান রাজনৈতিক দলগুলোর স্বতন্ত্র নীতি থাকতে হবে।
ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশ যেসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, সেসব নিয়ে কথা না বলে লোকরঞ্জনবাদীরা বাগাড়ম্বর করছে। এতে ভোটাররা ক্লান্ত। প্রধান রাজনৈতিক দলগুলোকে এটা অনুধাবন করতে হবে।
প্রতিবেদনটির লেখক ব্রেট মেয়ার বলেন, উল্লেখসংখ্যক দেশে প্রগতিশীল মধ্যপন্থীরা এগিয়ে যাচ্ছেন। ২০২২ সালে লোকরঞ্জনবাদীদের পেছনে ফেলেছেন মধ্যপন্থীরা। গত বছর বেশ কয়েকটি দেশে লোকরঞ্জনবাদীরা ক্ষমতা হারিয়েছেন। আমেরিকা অঞ্চলজুড়ে লোকরঞ্জনবাদীদের হারিয়ে দিয়েছেন প্রগতিশীল মধ্যপন্থীরা। একই সঙ্গে মধ্যপন্থী প্রগতিশীলা তরুণ নেতারা প্রবীণদের এবং লোকরঞ্জনবাদী বামপন্থীদের হারিয়ে দিয়েছেন।
তবে এ বছর পোল্যান্ড ও তুরস্কের নির্বাচনের মধ্য দিয়ে লোকরঞ্জনবাদের অবস্থা আবারও ঘুরে যেতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিপদের মধ্যে থাকলেও ২০২২ সালের শেষ দিকে মূল্যস্ফীতি সামাল দিতে ঋণে সুদের হার কমিয়েছেন। এই হার এমন পর্যায়ে নামিয়ে এনেছেন, যা বিশ্বের সবচেয়ে কম। এ ছাড়া গত বছর ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার মান ছিল খুবই দুর্বল। তবে টিন ব্লেয়ার ইনস্টিটিউট সতর্ক করে বলছে, তুরস্কে এবারের নির্বাচনে জাতীয়তাবাদীদের সমর্থন পেতে এরদোয়ান গ্রিস কিংবা কুর্দিদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়তে পারেন।
দ্য গার্ডিয়ান থেকে অনুবাদ: মোজাহিদুল ইসলাম মণ্ডল